সোনার বাংলা মো: কফিল উদ্দিন জন্মভূমি তুমি আমার মায়ের সমান , জন্মভূমি তুমি আমার সুখ , তোমাই দেখে দেখে যেন ভরে যায় আমার বুক ।। সকাল বেলা পাখির ডাকে আমি উঠি জাগি সারাদিন সারাক্ষণ তাঁরই ছবি আঁকি। তাকে নিয়ে স্বপ্ন আমার , তাকে নিয়েই ভাবনা তাকে নিয়ে সন্ধ্যা আমার , তাকে নিয়েই ভোর।। সে যে আমার সব কেড়েছে - কেড়েছে আমার মন , মনের মধ্যে সাজিয়ে রেখেছি তাকেই সারাক্ষণ , তারই মাঝে বেছে আছি আমি সারাজীবন।। সে আমার বাংলাদেশ , আমাই জন্মভূমি। আমি দেখিনি ৫২ , দেখিনি লড়াই ভাষার জন্য কিন্তু ! আমি বাংলাতে লেখি - বাংলাতে বলি , বাংলাই আমার সব।। আমি দেখিনি ৭২ , দেখিনি ৩০ লক্ষ মুক্তি হত্যা কিন্তু ! বাংলার বাতাসে আমি আজও শুনতে পাই ৩০ লক্ষ শহীদের প্রাণের শব্দ , ২ লক্ষ মা - বোনের নির্যাতনের কান্নার ধ্বনি। আমি দেখেছি , বাংলার বুকে উড়তে থাকা সবুজের বুকে লাল স্বাধীন পতাকা।। সোনার বাংলার স্বাধীনতার জন্য যারা দিল প্রাণ জানাই তাদের লাখও সালাম।। https://www.faceboo...
Popular posts from this blog
ভালোবাসার মানুষ আমি জীবনের হাত ধরে সুখ খোঁজতে গিয়ে কাটিয়েছি এতগুলো বছর।পাইনি সুখের দেখা কিন্তু চলার পথে বার বার দুঃখ কে পেতাম।আমি বিরক্ত হয়ে জীবনকে যখন জিজ্ঞেস করলাম "সুখের দেখা পাব কই"।জীবন বলল:-"সুখকে খুঁজে পাবে না,যদি তুমি ভালোবাসাকে খুঁজে না পাও।" আমি জানতে চাইলাম জীবনের কাছে কেন?জীবন বলল :-"ভালোবাসার মানুষের মধ্যে লুকানো থাকে সুখ।" তাই এখন সুখের পরিবর্তে খুঁজছি ভালোবাসার মানুষটি কে----- https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
সময় রৌপা জীবনটা যে এত নিষ্টুর, তা বুঝতে পেরেছি জীবনের এই পর্যায়ে এসে।। জীবনটা যে এত নির্মম, তা জানতে পেরেছি জীবনের বাস্তবতায় পা রেখে।। বাস্তবতার জীবন যে এত অসহায়, তা দেখতে পেরেছি জীবনের কঠিন সময় গুলো পার করে। কঠিন সময় যে দূর্গম পাহাড়ের মত, তা অনুভব করতে পেরেছি, চলার পথে কাটা গুলো অতিক্রম করে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Comments
Post a Comment