ভালোবাসার মানুষ আমি জীবনের হাত ধরে সুখ খোঁজতে গিয়ে কাটিয়েছি এতগুলো বছর।পাইনি সুখের দেখা কিন্তু চলার পথে বার বার দুঃখ কে পেতাম।আমি বিরক্ত হয়ে জীবনকে যখন জিজ্ঞেস করলাম "সুখের দেখা পাব কই"।জীবন বলল:-"সুখকে খুঁজে পাবে না,যদি তুমি ভালোবাসাকে খুঁজে না পাও।" আমি জানতে চাইলাম জীবনের কাছে কেন?জীবন বলল :-"ভালোবাসার মানুষের মধ্যে লুকানো থাকে সুখ।" তাই এখন সুখের পরিবর্তে খুঁজছি ভালোবাসার মানুষটি কে----- https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Popular posts from this blog
সময় রৌপা জীবনটা যে এত নিষ্টুর, তা বুঝতে পেরেছি জীবনের এই পর্যায়ে এসে।। জীবনটা যে এত নির্মম, তা জানতে পেরেছি জীবনের বাস্তবতায় পা রেখে।। বাস্তবতার জীবন যে এত অসহায়, তা দেখতে পেরেছি জীবনের কঠিন সময় গুলো পার করে। কঠিন সময় যে দূর্গম পাহাড়ের মত, তা অনুভব করতে পেরেছি, চলার পথে কাটা গুলো অতিক্রম করে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
ভালোবাসার বহিঃপ্রকাশ " ভালোবাসি তোমায়" বলাতে তুমি নীরব থেকেছো।তুমিও আমাকে ভালোবাসো নিজের জীবনের চেয়েও বেশী-বুঝতে দাওনি আমাকে।নিজে ইচ্ছে করেই আমার অপছন্দের কাজ গুলো কর,ভাব নাও তুমি খুশি।কিন্তু নীরবে তোমার চোখের অশ্রু ঝরে সে কি তোমার সুখের বহিঃপ্রকাশ? https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/

Comments
Post a Comment