Posts

Showing posts from March, 2017
Image
ভে ‌ বে ‌ ছিলাম  ! 😖 বিকাল বেলার অবস ‌ রে   তোমা ‌ কে   একটু ম ‌ নে   পড় ‌ বে , একটু মন খারাপ হ ‌ বে ,  তারপর আবার সব ঠিক হ ‌ য়ে যা ‌ বে ,, ফোনালাপ না হয় ক ‌ রেই নিলাম ,,,,,,,, কিন্তু এমন হ ‌ চ্ছে না 😓😓😒 সারাক্ষণ তোমার কথা ম ‌ নে পর ‌ ছে , ম ‌ নে হ ‌ চ্ছে কোন এক শূন্যতায় হা ‌ রি ‌ য়ে গে ‌ ছি। 😞 ভা ‌ লোবাসা আমি বু ‌ ঝি না ,,,,  একটা কথা - ই জা ‌ নি -- তোমা ‌ কে , হ্যা , শুধু তোমা ‌ কেই চাই .......💘💘💘
Image
স্মৃতির পথে একাকী আমি ভালোবেসে ভালবাসা পেয়েছি, পাইনি ভালোবাসার মানুষটি কে। নিয়তির নির্মম পরিহাস, দু'মেরুতে আজ দু'জনার বসবাস কখনো ভাবিনি ভালোবাসা, এভাবে কাঁদাবে আমাকে। বিধাতার লেখা নিষ্ঠুর বিধানে, হয়ত লেখা ছিল তাই। পাইনি তাকে,তার ভালোবাসা নিয়ে কষ্ট বুকে স্মৃতির পথে একাকী হেঁটে যায়।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
নিলি সুখ কেড়ে রৌপা জানে আকাশের তারা, জানে চাঁদ,  তুর কথা ভেবে ঘুমাইনি কত রাত। জানে জোনাকি, জানে রাতে আঁধা, বলেছি তাদের কাছে কত কথা তুর। জানে জোসনা, জানে রাতের আকাশ, শুনেছে তারা আমার দীর্ঘশ্বাস। জানে হিমেল বাতাস, জানে ফুল তুকে ভালোবেসে হারালাম দুই কূল। জানে এই মন, জানে ভোরের  আলো তুকে কত বাসতাম ভালো। তুই ছাড়া কাউকে জীবনে ভাবিনি, দু’টি চোখ তুই ছাড়া স্বপ্ন দেখেনি। তুই ছিলি আমার সারা পৃথিবী জুড়ে, ছলনা করে তুই নিলি সুখ কেড়ে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
দুঃখের নদী রৌপা বুকের ভেতর দুঃখের নদী, চলাৎ চলাৎ ঢেউ। আমি ছাড়া নদীর খবর- জানে না তো কেউ।। হঠাৎ নদীর কুল ভেঙ্গে যায়, বাধা মানে না আর- দুঃখের নদী অশ্রু ঝরে, ভরাই নদীর পার ।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
সময় রৌপা জীবনটা যে এত নিষ্টুর, তা বুঝতে পেরেছি জীবনের এই পর্যায়ে এসে।। জীবনটা যে এত নির্মম, তা জানতে পেরেছি জীবনের বাস্তবতায় পা রেখে।। বাস্তবতার জীবন যে এত অসহায়, তা দেখতে পেরেছি জীবনের কঠিন সময় গুলো পার করে। কঠিন সময় যে দূর্গম পাহাড়ের মত, তা অনুভব করতে পেরেছি, চলার পথে কাটা গুলো অতিক্রম করে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
তুই আমার আফিফা তুই আমার, শেষ রাতের চাঁদ, তাইতো নির্ঘুম জেগে থাকা। তুই আমার,নিসজ্ঞতা! একাকী তাই নির্জনে বসে থাকা তুই আমার, পুরনো স্মৃতির পাতা তাই স্মৃতির পথে,কল্পনাতে চলি একা। তুই আমার, অভিমানী হলদে পাখি, তাইতো এই বুকের খাঁচায় পুষে রাখা। তুই আমার, আহত হ্নদয়ের ভাবনা, তাই আজকের এই কবিতা লেখা। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
চাই  ভালোবাসতে আমি যেতে চাই , আকাশের শীর্ষ বিন্দুতে। আমি যেতে চাই , সমুদ্রের পাদ বিন্দুতে। আমি চাই যেতে , ভালোবাসার গভীরে। আমি চাই-পাখির মত উঠতে, চাই আমি-মাছের মত ভাসতে। আমি চাই- হৃদয়ের গভীর থেকে ভালোবাসতে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভালোবাসার মানুষ আমি জীবনের হাত ধরে সুখ খোঁজতে গিয়ে কাটিয়েছি এতগুলো বছর।পাইনি সুখের দেখা কিন্তু চলার পথে বার বার দুঃখ কে পেতাম।আমি বিরক্ত হয়ে জীবনকে যখন জিজ্ঞেস করলাম "সুখের দেখা পাব কই"।জীবন বলল:-"সুখকে খুঁজে পাবে না,যদি তুমি ভালোবাসাকে খুঁজে না পাও।" আমি জানতে চাইলাম জীবনের কাছে কেন?জীবন বলল :-"ভালোবাসার মানুষের মধ্যে লুকানো থাকে সুখ।" তাই এখন সুখের পরিবর্তে খুঁজছি ভালোবাসার মানুষটি কে----- https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভাবনা তু‌মি ক‌ি হ‌বে , আমার ব‌ি‌কেল বেলার রাস্তা ? হ‌বে কি, সবুজ গাছটা ! ভরদুপু‌রের ক্লা‌ন্তি ভুলা‌নো সুরটা । চাইব না নীল-পদ্ম, শুধু এনে দিও একটা কৃষ্নচূড়া । খুব যত‌নে ভুল‌ি‌য়ে দিও, ‌কোন্ বাঁকা নদী থম‌কে গি‌য়ে হ্র‌দের সৃ‌ষ্টি । আবদা‌রের পাহাড় নয়, শুধু চাইব ডাই‌রির পু‌রোটা ; পার‌বে কি এনে দি‌তে !  https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভালোবাসার    বহিঃপ্রকাশ " ভালোবাসি তোমায়" বলাতে তুমি নীরব থেকেছো।তুমিও আমাকে ভালোবাসো নিজের জীবনের চেয়েও বেশী-বুঝতে দাওনি আমাকে।নিজে ইচ্ছে করেই আমার অপছন্দের কাজ গুলো কর,ভাব নাও তুমি খুশি।কিন্তু নীরবে তোমার চোখের অশ্রু ঝরে সে কি তোমার সুখের বহিঃপ্রকাশ? https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভালোবাসা   -   অবহেলা আমি তোমাকে পাগলের মত ভালোবাসি, তাই হয়তো তুমি আমার আমার অস্তিত্ব-আমার ভালোবাসা বুঝতে পারছ না।নিজের অজান্তে বা সব জেনে হয়তো অবহেলা করছ।ঠিক একদিন বুঝবে,আর সেই দিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভালোবাসা - বিশ্বাস   শুন মেয়ে,তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালবেসে ছিলাম- বিশ্বাস ও করেছিলাম, কখনো মানুষকে ঘৃণা বা অবিশ্বাস করতে শিখিনি।তুমিই আমাকে শিখালে। জানিনা তোমার কারণে আমি আর মানুষকে ভালোবাসতে বা বিশ্বাস করতে পারব কিনা!! https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
ভালোবাসা মো: কফিল উদ্দিন ভালোবাসা মানে শেয়ারিং, ভালোবাসা মানেই তো কেয়ারিং।। ভালবাসা মানে! প্রতি নিশ্বাসে মানুষটিকে মিস করা। ভালবাসা মানে! অযথা তার কথা শুনতে বায়না ধরা।। ভালোবাসা মানে, তার কথা ভেবে ভেবে হারিয়ে যাওয়া  অন্য এক পৃথিবীতে। ভালোবাসা মানে, রঙ্গের খেলা মনের বাগানেতে।। ভালবাসা মানেই তো, তাকে সাজানো মনের মত করে।। https://www.facebook.com/groups/233908583683384/ https://www.facebook.com/one.moment112000/
Image
সোনার বাংলা মো: কফিল উদ্দিন জন্মভূমি তুমি আমার মায়ের সমান , জন্মভূমি তুমি আমার সুখ , তোমাই দেখে দেখে যেন ভরে যায় আমার বুক ।। সকাল বেলা পাখির ডাকে আমি উঠি জাগি সারাদিন সারাক্ষণ তাঁরই ছবি আঁকি। তাকে নিয়ে স্বপ্ন আমার , তাকে নিয়েই ভাবনা তাকে নিয়ে সন্ধ্যা আমার , তাকে নিয়েই ভোর।। সে যে আমার সব কেড়েছে - কেড়েছে আমার মন , মনের মধ্যে সাজিয়ে রেখেছি তাকেই সারাক্ষণ , তারই মাঝে বেছে আছি আমি সারাজীবন।। সে আমার বাংলাদেশ , আমাই জন্মভূমি। আমি দেখিনি ৫২ , দেখিনি লড়াই ভাষার জন্য কিন্তু ! আমি বাংলাতে লেখি - বাংলাতে বলি , বাংলাই আমার সব।। আমি দেখিনি ৭২ , দেখিনি ৩০ লক্ষ মুক্তি হত্যা কিন্তু ! বাংলার বাতাসে আমি আজও শুনতে পাই ৩০ লক্ষ শহীদের প্রাণের শব্দ , ২ লক্ষ মা - বোনের নির্যাতনের কান্নার ধ্বনি। আমি দেখেছি , বাংলার বুকে উড়তে থাকা সবুজের বুকে লাল স্বাধীন পতাকা।। সোনার বাংলার স্বাধীনতার জন্য যারা দিল প্রাণ জানাই তাদের লাখও সালাম।। https://www.faceboo